কম দামে ডোমেইন কিভাবে কিনব? How to buy domain low price in bangladesh

 কম দামে ডোমেইন কিভাবে কিনব? How to buy domain low price in bangladesh 

 কম দামে ডোমেইন কিভাবে কিনব? How to buy a domain low price in Bangladesh 

যারা অনলাইনে ব্লগি বা  নিজের ওয়েবসাইট খুলতে চাই তাদের প্রধান যে জিনিস এর প্রয়োজন সেতা হল একতা ডোমেইন।যেহেতু ভালো ভাবে ওয়েবসাইট এর কাজ শুরু করতে Domain অবশ্যই প্রয়োজন হয়, তাই ডোমেইন কেনা নিয়ে অনেকের মধ্যে আগ্রহ জন্মায়। মনে প্রশ্ন আসে যে, domain kibabe kinbo? 


যারা ভাবছেন ডোমেইন কিভাবে কিনবেন, তাদের জন্য এই টপিক টি ১০০% কার্যকরী। [How to buy domain low price in bangladesh]


ডোমেইন নেম কি (What is Domain)

ডোমেইন নেম হলো কোন ওয়েবসাইটের নাম। ইন্টারনেটে লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে যাদের সবকটির আইপি অ্যাড্রেস আলাদা। কিন্তু মানুষের পক্ষে এসব আইপি অ্যাড্রেস গুলি মনে রাখা সম্ভব নয়। তাই ওইসব ip-adress গুলি কনভার্ট হয়ে ডোমেইন নেম এর আকারে আমাদের সামনে প্রকাশ পায়।

ডোমেইন নেম (Domain) হলো একটি ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ হলো স্থান বা ঠিকানা। যা মূলত ভার্চুয়াল অনলাইন জগতে ব্যবহার করা হয়ে থাকে। তবে, ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটি ওয়েবসাইটের নামকে বোঝায়। চলুন নিচের উদাহরণ টি জেনে নেওয়া যাক…

ধরুন, আপনি ছোট করে একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করলেন পাশাপাশি তার একটি সুন্দর ও ইউনিক নাম দিলেন যাতে করে মানুষ সহজেই বুঝতে পারে যে আপনি কি ধরনের সার্ভিস দিতে চাচ্ছেন। এত করে,  পরবর্তীতে কোন কাস্টমার যখন আপনার প্রদত্ত সার্ভিস নিতে যাবে তখন আপনার দেওয়া নামের মাধ্যমে সহেজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠান কে খুজে পাবে । উদাহরণ স্বরূপ বলা যায়ঃ — পাঠাও, সহজ, বিকাশ এর কথা। এগুলো মূলত এক একটি বিজনেস প্রতিষ্ঠান এর নাম যা দেখে আমরা সহজেই বুঝতে পারি তারা কি ধরনের সেবা দিয়ে থাকে এবং কিভাবে মানুষজন তাদের ঠিকানা সহজেই খুঁজে পায়।

ঠিক একইভাবে অনলাইনে যে নামের মাধ্যমে আপনার বিজনেস প্রতিষ্ঠান এর ওয়েবসাইটটি মানুষজন খুজে পাবে সেটাই হলো সেই ডোমেইন নেম। যার মাধ্যমে সবাই উক্ত নাম ব্যবহার করে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে এবং একই সাথে প্রয়োজনীয় সার্ভিস নিতে পারবে।

একটি উদাহরণ স্বরূপ বলা যায়,

আমরা মোবাইল নম্বর মোবাইলে সঞ্চয় করে রাখার জন্য কোন নাম দিয়ে সেভ করে রাখি। যার কারণে কোন ব্যক্তি কে ফোন করলে ওই ব্যক্তির কাছে ওই মোবাইল নম্বর এর দ্বারা কল চলে যায়।

ঠিক তেমনই নির্দিষ্ট ওয়েবসাইটের আইপি এড্রেসকে মনে রাখার সুবিধার্থে ডোমেন নেম ব্যবহৃত হয়।

ডোমেইনের দাম কত? price of domain 


এক্সটেনশনের ভিত্তি করেই Domain এর দাম নিরধরন করা হইয়ে থাকে।এক এক Domain  এক্সটেনশনের  দাম এক এক রকম হইয় । নিচে কিছু Domain  এক্সটেনশনের নাম দেওইয়া হল ।

  1. com
  2. co.tt
  3. com.tt
  4. org.tt
  5. net.tt
  6. travel.tt
  7. museum.tt
  8. aero.tt
  9. tel.tt
  10. name.tt
  11. charity.tt
  12. mil.tt
  13. edu.tt
  14. gov.tt
এখন আপনার মনে প্রশ্ন আসে যে এত গুলো  domain নেমের ভিতরে আপনার জন্য কোন  domain নেম  টা ভালো হবে তাহলে আমি বলবো com domain ভালো ।যদি আপনি .com  ডোমেইন নিতে চান তাহলে এটির মূল্য বাংলায় 800 থেকে 1000 টাকা, এবং ডলারে 8 থেকে 10 ডলার পর্যন্ত দাম হতে পারে।

Domain কেনার জন্য দুটি উপায় বেছে নিতে পারবেন:


১/ নিজ দেশের Company থেকে domain buy করা।
২/ অন্য দেশ অর্থাৎ বিদেশি সাইট company থেকে ক্রয় করা।

নিজ দেশ থেকে Domain Buy


আমি আপনাদের সাজেস্ট করবো নিজ দেশের company থেকে  ডোমেইন কেনার জন্য। কারণ এক্ষেত্রে support পাবেন এবং সমস্যা হলে বাংলা ভাষায় কথা বলে সমাধান করতে পারবেন৷ তবে মনে রাখা জরুরি যে, যে কোন company থেকে domain কিনতে যাবেন না। দেশের সেরা, ভালো এবং বিশ্বস্ত সাইট থেকেই domain কিনতে হবে। 


কম দামে ডোমেইন | Domains at low prices

যেমন: Alpha Net BD, PutulHost  daina host ইত্যাদি বাংলাদেশি company সাইট থেকে Domain কিনতে পারবেন। এক্ষেত্রে বিকাশ, রকেট, নগদ বা বাংলাদেশের ব্যাংক পেমেন্ট এর মাধ্যমেও domain buy করতে পারবেন। 

How to buy a domain for daina host 








Buy domain name click here






ইন্টারন্যাশনাল সাইট থেকে Domain Buy


অন্যদিকে যারা বিদেশি সাইট থেকে কিনতে চান তারাও
কিনতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে international MasterCard, Credit Card, Paypal, Bitcoin wallets ইত্যাদি। সেরা এবং বিশ্বস্ত কিছু বিদেশি সাইট হলো: GoDaddy, NameCheap ইত্যাদি। 

Namecheap থেকে Bangladeshi মানুষ Domain কিনতে বর্তমানে বিটকয়েন ডলার ব্যবহার করে থাকেন৷ যদিও বিটকয়েন বাংলাদেশে অবৈধ তবে এই কয়েন এর মাধ্যমে খুব সহজেই ইন্টারন্যাশনাল সাইট থেকে Domain buy করা যায়। এর জন্য প্রথমেই Binance app এর p2p অপশন ব্যবহার করে বিকাশ, রকেট, নগদ এর মাধ্যম কিছু বিটকয়েন ডলার কিনে নিতে হয়।

তারপর উক্ত বিটকয়েন ডলার দিয়ে খুব সহজেই ইন্টারন্যাশনাল সাইট থেকে web Domain, hosting buy করা যায়। 



কম দামে ডোমেইন | Domains at low prices

কম দামে যারা ডোমেইন কিনবেন ভাবছেন, তাদের প্রথমেই জেনে রাখা উচিত এমন অনেক নতুন company থাকবে যারা কম দামে domain sell করে কিন্তু এই সব সাইট-company বেশি দিন টিকে থাকতে পারে না। আপনি যদি লাইফটাইম ব্লগিং করতে চান তাহলে কম দামী Domain না খুজে রেগুলার প্রাইজে Buy করতে পিছু হটবেন না। 

তবে নিরাশ হবেন না, ভালো কোম্পানিতেও মাঝে মাঝে অফার চলে যা শুধু মাত্র প্রথম বছরের জন্য উপযুক্ত। কম দামে কিনতে পারবেন, যেহেতু domain প্রতি বছর রিনিউ করতে হয়। তাই পরবর্তী বছরে রেগুলার দাম দিয়েই রিনিউ করতে হবে। 

সবশেষ একটা কথাই বলবো, লাইফটাইম ব্লগিং করতে ভালো company থেকে একটা ডট কম domain কিনে নেওয়াই ভালো। 

পরিশেষে,

কথায় আছে টাইম এবং ডোমেইন কারও জন্য অপেক্ষা করে না। তাই আপনি যদি আপনার পছন্দের কোন ডোমেইন কিনে না থাকেন তাহলো দ্রুত কিনে নিন। অন্যথায় সেটা অন্যর দখলে চলে যেতে পারে।

আশাকরি পোস্টটি পড়ার পর ডোমেইন নেম কি? ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন? এবং কিভাবে ডোমেইন ও হোস্টিং সার্ভিস কিনবেন, এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। পাশাপাশি, এই বিষয়ে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনেক শুভ কামনা রইলো। ধন্যবাদ!





















Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.